LYRIC
Bisher Churi Lyrics By Jisan Khan Shuvo: Amar monta kore churi buke marli bisher churi is one of the best emotional song Sung by Jisan Khan Shuvo. Starring by Sabbir Arnob & Irin Afrose. This song Published on YouTube 30 August 2018.
Song Name: Bisher Churi.
Lyric, Tune & Singer: Jisan Khan Shuvo.
Music: Amzad Hossain.
Starring: Sabbir Arnob & Irin Afrose.
Bisher Churi Song Lyrics
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি,
কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু
নির্দয়া পাষান
তোর এত অভিমান,
তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি।
মন টা করে চুরি..[ ২ বার ]
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি..[ ২ বার ]
আমার মন…
আমার মনটা করে চুরি….ধরতে নাহি পারি।।।(১)
এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি,
তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি,
দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে,
তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে…(২)
আমার মন….
আমার মনটা করে চুরি…..ক্যামনে দেই পারি।
ও রাইতের পর রাত জাগিয়া তোরই কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি
খুব যতনে সংগোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি..আমার মন।
আমার মনটা করে চুরি
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু
হৃদয়া পাষান
তোর এত অভিমান,
তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি।
মন টা করে চুরি…[ ২ বার ]
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,
প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি..[ ২ বার ]
আমার মন..
আমার মনটা করে চুরি..ধরতে নাহি পারি।
কোথায় গিয়ে হইলি আপন ধরতে নাহি পারি…।[ ২ বার ]
No comments yet