LYRIC

Beiman Lyrics By Arman Alif: Tor Dairir pata jure, kar name kobita? Dairir vaje oi je dekhi kar chobita is one of the best and most hit songs of Bangladeshi popular singer Arman Alif. This song Published on Youtube 18 August 2018.

Song: Beiman
Singer: Arman Alif
Lyric & Tune: Arman Alif
Music: Sahriar Rafat
Album: Beiman

 

Beiman Song Lyrics (বেঈমান লিরিক্স)

তোর ডায়রীর পাতা জুড়ে
কার নামে কবিতা?
ডায়রীর ভাঁজে ঐ যে দেখি
কার ছবিটা?
দিনের শেষে তুই ও দেখি
খুব হাসিতেই মাতিস।
যে তোর ঐ হাসির কারণ
তাঁর খবর কি রাখিস? (x2)

যেই খাঁচাতে থাইকা শিখলি
প্রেমের মানেটা,
সেই খাঁচাটা ছাইড়া যাইতেও
কষ্ট পাইলি না।

যেই ছেলেটার হাসির মাঝে
কষ্ট লুকাইতিস,
সেই ছেলেটাই একলা কাঁদে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না।
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি নারে বেঈমান
ভুলতে পারি না।
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না।

কার শহরের মায়ায় পড়ে
ভুললি আমারে?
সে কি তোরে আমার চেয়েও
বেশি হাসায়রে?
কার মুখটা আমার চেয়েও
বেশি মায়ায় বাঁধে?
তুই কাদলে সে মুখটাও কি
তোর সাথেই কাঁদে?

যেই আকাশে আমার সাথে
তারা তুই গুনতি।
সেই আকাশে মেঘ জমাইতেও
একবার না ভাবলি।

যেই শহরে থাইকা করলি
প্রেমের সাধনা,
সেই শহরে ধুলো জমে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না।
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি নারে বেঈমান
ভুলতে পারি না।
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না।

আমি না হয় স্পষ্ট ভাবে
নষ্ট হয়েছি,
তুই তো খুব ভাল মেয়ে
দিলি কেন ফাঁকি?

কই হারালি
কার অভিনয়ের ছলে?
তিন সত্যির পরেও
আমি মিথ্যা ছিলামরে?

ডায়রীর পাতায় জমছে ধুলো
জমতে থাকুক না,
আমার দেওয়া গোলাপটা তুই
নষ্ট করিস না।

অতীত হলাম, নতুন এলো;
তোর বারান্দায়।
তোর মতো তো নইরে আমি
কষ্ট জমে তাই।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না।
তোর মুখটা মায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি নারে বেঈমান
ভুলতে পারি না।
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না।


Added by

justinbieber

SHARE

Comments are off this post